Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০২৪

ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, এনডিসি, পিএসসি

ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, এনডিসি, পিএসসি  ২৯ মে ১৯৭২ কিশোরগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ১৯৮৮ সালে এসএসসি এবং ১৯৯০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

তিনি ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন এবং ১৯৯২ সালের ২০ ডিসেম্বর কমিশন লাভ করেন। তিনি ২৮ ডিসেম্বর ২০২৩ সাল থেকে প্রতিরক্ষা মপন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জরিপ অধিদপ্তরে সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ হিসাবে কর্তব্যরত আছেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ২০০২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ ডিফেন্স স্টাডি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়াও তিনি বিখ্যাত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর একজন  গ্রাজুয়েট।

তার দীর্ঘ মিলিটারি কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে কখনো কমান্ডার, কখনো স্টাফ, কখনো ইন্সট্রাক্টর ইত্যাদি হিসাবে দায়িত্ব পালনের মাধ্যমে বৈচিত্রপূর্ণ ও মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন। এ ছাড়াও তিনি Blue Helmet (UN) এর অধীনে তিনটি আলাদা আলাদা মিশনে কম্যান্ড এন্ড স্টাফ এপয়েন্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।  

সেনাবাহিনী কর্মজীবনের বাইরেও তিনি দেশের জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প এবং পদ্মা রেল লিংক প্রকল্প নির্মাণে অবদান রাখেন। এ ছাড়াও তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রকল্প পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।  

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক। তিনি বই পড়তে ভালোবাসেন, খেলাধুলা ও ভ্রমণে তার আগ্রহ রয়েছে।