Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ সেপ্টেম্বর ২০২১

অবকাঠামোগত উন্নয়ন

 

বাংলাদেশ জরিপ অধিদপ্তর মানচিত্র প্রনয়নকারী বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান। তদানিমত্মন অবিভক্ত ভারতে ১৭৬৭ সালে বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক মানচিত্র প্রণয়ন শুরু হয়। তখন থেকে শুরু করে সময়ের পালাক্রমে সার্ভে অব ইন্ডিয়া ও সার্ভে অব পাকিস্তানের ধারাবাহিকতায় সার্ভে অব বাংলাদেশ মানচিত্র প্রণয়ন করে আসছে । তদানীমতন পূর্ব পাকিস্তানের ঢাকায় অবস্থিত সার্ভে অব পাকিস্তানের Deputy Surveyor General এর প্রাদেশিক অফিসকে পরিবর্তন ও পরিবর্ধন করে বর্তমানে ‘‘বাংলাদেশ জরিপ অধিদপ্তর’’ নামে প্রতিষ্ঠানটি ১৯৭১ সালে আত্মপ্রকাশ করে। বর্তমানে বাংলাদেশ জরিপ অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে জাতীয় মানচিত্র প্রনয়নকারী প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগনের নিরলস প্রচেষ্টায় আমত্মর্জাতিক মানসম্পন্ন মানচিত্র প্রণয়নসহ ভূ-উপাত্ত সংগৃহীত হচ্ছে । ইতিমধ্যে এই অধিদপ্তরে আধুনিক ডিজিটাল যমত্রপাতির ব্যবহার শুরু হয়েছে। বিদেশী প্রকল্প সহায়তার মাধ্যমে ১ঃ ৫০,০০০ স্কেলের বেজম্যাপের ডিজিটাল ডাটাবেজ তৈরীর কাজ সম্পন্ন হয়েছে । তাছাড়া বর্তমানে অত্র অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন প্রকল্প “Improvement of Digital Mapping System of Survey of Bangladesh” এর মাধ্যমে ১ঃ২৫,০০০ স্কেলের সমগ্র বাংলাদেশের বেজম্যাপ ও ১ঃ৫,০০০ স্কেল বিভাগীয় শহরের মানচিত্রের কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে উল্লেখ্য যে, মানচিত্র প্রণয়নে একদিকে যেমন টপোগ্রাফিক ম্যাপসমূহ নবায়ন করার প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি দেশের আর্থসামাজিক উন্নয়নে অন্যান্য মানচিত্র প্রণয়নেরও প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশ জরিপ অধিদপ্তর উক্ত কার্য সমূহ অত্যমত সার্থকতার সাথে করে যাচ্ছে।

উন্নয়ন প্রকল্পের প্রয়োজনে বাংলাদেশ জরিপ অধিদপ্তর মানচিত্র প্রণয়ন করে জাতীয় উন্নতিতে অংশীদার হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দেশের সকল বিমান বন্দরে জিপিএস স্থানাংক নির্ণয় সহ জিওডেটিক নেট ওয়ার্ক তৈরী, কক্সবাজার-টেকনাফ সমুদ্র সড়ক এলাইনমেন্ট (Marin Drive) জরিপ কাজ এবং যমুনা সেতু সংযোগ সড়ক নির্মানের নিমিত্তে কালিয়াকৈর থেকে টাংগাইল পর্যমত লেভেলিং ও সার্ভে পিলার নির্মাণ সম্পন্ন করে এই অধিদপ্তর উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। ঢাকা বন্যা নিয়মত্রন বাঁধের পরিকল্পনার সুবিধার্থে ‘কন্টুর ম্যাপ প্রণয়ন’ উক্ত প্রকল্প বাস্তবায়নে বিরাট ভুমিকা পালন করেছে। নতুন প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে তৈরীকৃত ডিজিটাল এলিভেশন মডেল (DEM) অচিরেই দেশের দূর্যোগ মোকাবেলা পরিকল্পণায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এ ছাড়াও বাংলাদেশ জরিপ অধিদপ্তর তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখে বাংলাদেশের অগ্রযাত্রায় সহায়ক ভুমিকা পালন করে চলছে।