Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২৪

পটভূমি

 

বাংলাদেশ জরিপ অধিদপ্তর (এসওবি) জাতীয় মানচিত্র সংস্থা (NMO) হিসেবে ১৭৬৭ সালে বেঙ্গল সার্ভে নামে যাত্রা শুরু করে। মেজর জেমস রেনেলকে লর্ড ক্লাইভ কর্তৃক সার্ভেয়ার জেনারেল অব বেঙ্গল হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৮১৫ সালে এর নামকরণ করা হয় সার্ভে অব ইন্ডিয়া। ১৯০৫ সালে অত্র দপ্তরকে দুটি পৃথক প্রতিষ্ঠানে বিভক্ত করা হয়, যথা: টপোগ্রাফিক্যাল সার্ভে এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। ১৯৪৭ সালের পর ফ্রন্টিয়ার  সার্কেল, যার সদর দপ্তর ছিল মারিতে, জাতীয় জরিপ সংস্থা হিসেবে পাকিস্তানের দায়িত্ব নেয়। মেজর আর সি এন জেনি, আরই-কে ভবিষ্যতের সার্ভে অব পাকিস্তান সংস্থার পরিচালক হিসেবে মনোনীত করা হয়। পাকিস্তান সরকার এই নিয়োগ নিশ্চিত করে এবং বিভাগীয় প্রধানকে মহাপরিচালক হিসেবে নাম করন করা হয়। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে মহাপরিচালকের কার্যালয় করাচিতে স্থানান্তরিত করা হয়। কুমিল্লায় পূর্ব বাংলার সদর দপ্তরসহ ১৬ নম্বর ফিল্ড পার্টি প্রতিষ্ঠিত হয়। ২০ আগস্ট ১৯৫৩ সালে উপপরিচালকের পদ পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করা হয় এবং ২০ আগস্ট ১৯৫৩ সাল থেকে মারির ডেপুটি সার্ভেয়ার জেনারেলের পদ পূর্ব পাকিস্তানে স্থানান্তর করা হয়। পূর্ব পাকিস্তানের সকল ইউনিট ডেপুটি সার্ভেয়ার জেনারেলের অধীনে রাখা হয়। ১৯৫৩ সালে প্রাদেশিক কার্যালয় ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে অত্র অধিদপ্তরের প্রধান কার্যালয় তেজগাঁও, ঢাকায় অবস্থিত। বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ডিজিটাল ম্যাপিং সেন্টার (DMC) মিরপুর, ঢাকায় অবস্থিত।

 

মুক্তিযুদ্ধের পর অত্র অধিদপ্তর  বাংলাদেশ জরিপ অধিদপ্তর নামে যাত্রা শুরু করে। অত্র দপ্তরটি বিভিন্ন স্টেকহোল্ডারের জন্য বিভিন্ন ধরনের টপোগ্রাফিক্যাল মানচিত্র, রাজনৈতিক মানচিত্র এবং জিআইএস ডেটা তৈরি করে। গড় সমুদ্রপৃষ্ঠ তল (MSL) নির্ণয়র জন্য ১৯৯২ সালে চট্টগ্রামের রাঙ্গাদিয়ায় একটি টাইডাল স্টেশন স্থাপন করা হয়।

 

১৯৯২ সালে গুলশানে প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জাতীয় ডাটাম ইয়ার্ড প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৮ সালে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ডিজিটাল মানচিত্র প্রনয়ন কাজ করে। ২০১০ সালে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও মৌলভীবাজারে ছয়টি জিএনএসএস-কোরস স্থাপন করা হয়েছিল এবং আরও ৭৩টি জিএনএসএস-কোরস প্রতিষ্ঠা করা হচ্ছে। এইগুলো স্থাপনের পর পুরো দেশ RTK fishnet এর আওতায় আসবে ।

বাংলাদেশ জরিপ অধিদপ্তর এনএসডিআই পোর্টাল স্থাপন করেছে। সরকারি এবং বেসরকারি অনেক সংস্থার কাছে বিপুল পরিমাণ ভূ-স্থানিক ডেটা রয়েছে। প্রতিটি সংস্থা তাদের নিজস্ব ডেটা এনএসডিআই প্ল্যাটফর্মে শেয়ার, আপলোড এবং ভিজুয়ালাইজ করতে পারবে। এটি ডেটার পুনরাবৃত্তি রোধ করবে। এনএসডিআই পলিসি অনুমোদন প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ জরিপ অধিদপ্তর বিভিন্ন ভূ-স্থানিক ডেটা অনলাইনে সরবরাহ করে। এছাড়া, যে কেউ স্বশরীরে তেজগাঁও অফিস থেকে ক্রয় করতে পারেন।

SoB-এর একটি ভূ-স্থানিক ডেটা প্রিন্টিং প্রেস রয়েছে যা আধুনিক সরঞ্জাম দ্বারা সজ্জিত। এতে KBA Rapida-105 (৪ রঙ ও ২ রঙ), COMORI Lithrone GL-40 এবং ROLAND REKORD এর মতো প্রেস রয়েছে যা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার বৃহৎ স্কেলের  প্রিন্টিংয়ের চাহিদা পূরণ করতে সক্ষম।

 

2

ন্যাশনাল ড্যাটাম, গুলশান, ঢাকা

3

টাইডাল স্টেশন, চট্রগ্রাম

4

স্থায়ী জিএনএসএস স্টেশন

 

 

 

বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্তৃক প্রণীত ম্যাপ ও তথ্য উপাত্ত সমূহঃ

  • Topographic Maps (Scale 1:2,500) for Dhaka City
  • Topographic Maps (Scale 1:5,000) for Divisional Cities
  • Topographic Maps of Scale 1:25,000
  • Topographic Maps of Scale 1:50,000
  • Topographic maps of other smaller scales
  • Communication Map of Bangladesh
  • Divisional Maps
  • District Maps
  • Upazila Maps
  • GIS Database
  • Thematic Maps
  • Guide Maps of Important Cities
  • Aerial Photographs
  • Orthophoto
  • Digital Terrain Model (DTM)
  • Horizontal Control Point
  • Vertical Control Point (BM)
  • GNSS (CORS) Data and Services
  • Tide Data

5

6

7

8

 

SOFTWARES

Info Match-AT

DT Master, Ortho Master, Ortho Vista

Summit Evolution with Auto CAD  Map 3D

LPS, Agisoft

Summit Evolution with  ArcGIS

ERDAS Imagine ,  ENVI 

 

GIS DATASETS

Administrative Boundary

Hydrographic Feature

Forest

Annotation Dataset

Transportation

Industry

Building and Structure

Vegetation

Relief

Geodetic Control Point

Facilities

 

 

যে কোন ধরনের Spatial Analysis এর জন্য GIS Database একটি অত্যাবশ্যকীয় উপাদান। অত্র  প্রতিষ্ঠানে রয়েছে সমগ্র বাংলাদেশের ১:৫০,০০০ স্কেলের Vector  ও Raster ফরমেটের Seamless GIS Database। ১৩ টি Dataset, ৬৮ টি Feature Class ও ৩০৩ টি Feature Type সম্বলিত ১:২৫,০০০ স্কেলের GIS Database প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। এ Database যেহেতু Digital Photogrammetic পদ্ধতিতে Digitize করা Data হতে প্রস্তুত, সেহেতু এর প্রত্যেকটি Feature এর প্রতিটি Vertex ই 3D। এ ছাড়াও একই পদ্ধতি অনুসরন করে দেশের প্রধান প্রধান শহরের ১:৫,০০০ স্কেলের GIS Database ব্যবহারকারিদের সরবরাহ করা হচ্ছে। 

 

9

সার্ভার

 

সব ধরনের GIS Database প্রস্তুত ও সংরক্ষণে সর্বাধুনিক Server based  প্রযুক্তি ও সর্বশেষ ভার্সনের আন্তর্জাতিক মানের Software ব্যবহার করা হচ্ছে। অধিদপ্তরের তেহগাঁওস্থ মূল অফিস এবং মিরপুরস্থ ডিজিটাল ম্যাপিং সেন্টারের মধ্যে প্রতিনিয়ত Radio Link এর মাধ্যমে Data আদান প্রদান করা হচ্ছে যা  Dedicated Firewall  দ্বারা সুরক্ষিত।

 

প্রিন্টিং কার্যক্রম: লিথু মুদ্রণ অফিস, বালাদেশ জরিপ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ ইউনিট। আধুনিক মূদ্রণ যন্ত্রপাতির সাহায্যে অত্র অধিদপ্তর প্রণীত সকল ধরনের ও স্কেলের ম্যাপ, চার্ট ও ফরম মুদ্রণের ক্ষেত্রে লিথু মুদ্রণ অফিস অপরিহার্য ভূমিকা পালন করে থাকে।

 

 

10%20%281%29

CTP (Computer to plate)

11

Printing Press (Rapida105, KBA)

   
   

                     Printing Press (Rapida105, KBA)

 

 

 

13

আধুনিক সার্ভে যন্ত্রপাতি

 

 

 

14

১: ২৫,০০০ স্কেলের ডিজিটাল ম্যাপ

 

17

UAV Image ডিজিটাল  ম্যাপিং সেন্টার, মিরপুর, ঢাকা