Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ সেপ্টেম্বর ২০২১

ম্যাপ রি-প্রোডাকশন কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধিকরণ

 

 

Objective of the CEMRA Project :

 

  • একটি 4-Color Offset Printing Press, একটি থার্মাল প্লেট রেকর্ডার উইথ প্রসেসর এবং একটি Paper Cutting    Machine ক্রয় এবং তা ম্যাপ মূদ্রণের কাজে ব্যবহার করে ম্যাপ রিপ্রোডাকশন কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধিকরণ
  • সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং প্রশিক্ষণ কার্যক্রমের প্রয়োজনে নিখুঁত ও সঠিক মানের মানচিত্র মূদ্রণ করা
  • সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার ক্রমবধমান চাহিদার প্রেক্ষিতে যথাসময়ে ম্যাপ সরবরাহের সক্ষমতা  বৃদ্ধি করণ
  •  ম্যাপ উৎপাদনের (মূদ্রণের) পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে কারিগরী সক্ষমতা বৃদ্ধিকরন

 

 

Importance:

 

বর্তমানে অত্র অধদিপ্তরে ২টি প্রিন্টিং প্রেস (2- Color Offset Printing Press যার ১টি Rapida 105 KBA, 2016 ও অপরটি Lithrone-240 Komori, 2012) দ্বারা ম্যাপ মুদ্রণের কাজ চলমান রয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ-বাহিনী, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী (বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ বিমান, বাংলাদেশ রেলওয়ে ইত্যাদি) প্রতিষ্ঠানের চাহিদা মাফিক ম্যাপ সরবরাহ করা হয়। ১ : ৫০,০০০ স্কেলের Base Map এর স্থলে ১ : ২৫,০০০ স্কেলে হওয়ায় এ ম্যাপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৪ গুন। অতীতে ১ : ৫০,০০০ স্কেলের ম্যাপের সংখ্যা ছিল ২৬৭, অন্যান্য স্কেলের ম্যাপসহ মোট ম্যাপের সংখ্যা ছিল ৩৭৬ টি। বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে ১:২৫,০০০ স্কেলের ম্যাপ প্রণীত হওয়ায় ম্যাপের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০ টি। অন্যান্য স্কেলের ম্যাপসহ মোট ম্যাপের সংখ্যা ১৬০৮ টি (প্রায়)।

 

 

Expected Outcome after completion of the project :

 

প্রকল্পটি বাস্তবায়িত হলে স্টেক হোল্ডারগণ সময়মত তাদের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে সক্ষম হবে যা সরকারের পঞ্চ বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে। এছাড়াও প্রকল্পটি বাস্তবায়িত হলে টেকসহ উন্নয়নের মাধ্যমে SDG’র লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

 

Activity :

ক. 4 Color অফসেট প্রিন্টিং প্রেস দ্বারা সমগ্র বাংলাদেশের বিভিন্ন স্কেলের মানচিত্র মুদ্রণের পাশাপাশি বিভিন্ন চার্ট ও ফরম মুদ্রণ।

খ.  থার্মাল প্লেট রেকর্ডার উইথ প্রসেসর (CtP) ব্যবহার করে উল্লিখিত ম্যাপ চার্ট ও ফরম এর Tharmal Plate প্রস্তুত করণ।

         গ. ম্যাপ চার্ট ও ফরম মুদ্রণের আগে এবং পরে গুলেটাইন মেশিন (পেপার কটিং মেশিন) ব্যবহার    

         করে কাঙ্খিত সাইজে পেপার কর্তন।

 

 

Summary of the Project:

বাংলাদেশ জরিপ অধিদপ্তর মানচিত্র প্রস্তুতকারী একটি জাতীয় প্রতিষ্ঠান। আকাশ আলোকচিত্র /স্যাটেলাইট ইমেজের সাহায্যে টপোগ্রাফিক্যাল ও থিমেটিক মানচিত্র প্রণয়ন, হালনাগাদ ও চুড়ান্ত মুদ্রণ কাজ হয়। উন্নয়ন কাজের জন্য প্রতি ৫ বছর পর পর প্রস্তুতকৃত ম্যাপ হালনাগাদ করে বিভিন্ন সংস্থার চাহিদা মাফিক ম্যাপ সরবরাহ করা হয়ে থাকে। বর্তমান বাংলাদেশর অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অগ্রগতির এ ধারা বজায় রাখার ও গতিশীল করার জন্য পরিকল্পিত অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যাপের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তদুপরি ডিজিটাল পদ্ধতিতে ১:২৫০০০ স্কেলের ম্যাপ প্রণয়ন করায় ম্যাপের সংখ্যা পূর্বের তুলনায় প্রায় ৫ গুন বৃদ্ধি পেয়েছে। ম্যাপের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চাহিদা বেড়ে যাওয়ায় মুদ্রণ যন্ত্রপাতির স্বল্পতার কারণে প্রয়োজনীয় চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। সময়মত প্রয়োজনীয় ম্যাপ মুদ্রণ করে সরবরাহ করতে না পারায় সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অত্র অধিদপ্তর কর্তৃক মুদ্রিত / উৎপাদিত ম্যাপ বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করে বিক্রয়লব্ধ অর্থ সরকারের কোষাগারে জমা করা হচ্ছে। চাহিদা মাফিক মাপ সরবরাহ করতে না পারায় সরকার অধিকতর রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

হালনাগাদ তথ্যাবলির সাহায্যে উৎপাদিত/ মুদ্রিত ম্যাপ যথাসময়ে স্টেক হোল্ডারদের নিকট সরবরাহ করতে হলে আধুনিক মুদ্রণ যন্ত্রপাতি যেমন- প্রিন্টিং প্রেস, থার্মাল প্লেট রেকর্ডার উইথ প্রসেসর (CtP), গুলেটাইন মেশিন (পেপার কাটিং মেশিন) ইত্যাদি যন্ত্রপাতি ক্রয় করা আবশ্যক। উল্লিখিত মুদ্রণ যন্ত্রপাতি ব্যবহার করে সকল স্কেলের যেমন- ১:৫০,০০০, ১:২৫,০০০, ১:২,৫০,০০০, ১:৫,০০০ ইত্যাদি স্কেলের ম্যাপ মুদ্রণ সহ অন্যান্য চার্ট ফরম অল্প সময়ে মুদ্রণ করা সম্ভব হবে। মুদ্রণ যন্ত্রপাতি অত্র অধিদপ্তরের অনুকূলে সংযোজিত হলে ম্যাপ-রি-প্রোডাকশনের সক্ষমতা অর্জিত হবে। তদুপরি আধুনিক মুদ্রণ যন্ত্রপাতির উপর অধিকতর প্রশিক্ষনের মাধ্যমে অত্র অধিদপ্তরের কারিগরী সক্ষমতা অর্জিত হবে। সুতরাং প্রকল্পটি বাংলাদেশ জরিপ অধিদপ্তরের জন্য বিশেষ প্রয়োজন।

 

প্রকল্পের বাস্তবায়নের কাল:

          ক) শুরুর তারিখ :  জানুয়ারি ২০২১

          খ) সমাপ্তির তারিখ : জুন ২০২২

 

প্রকল্পের প্রক্কলিত ব্যয় (লক্ষ টাকায়) :

           মোট টাকা  ২৪৩৬.০০

           জি ও বি    ২৪৩৬.০০

 

 

 

Final goal:

 

বাংলাদেশ জরিপ অধিদপ্তর বিভিন্ন স্কেলের টপোগ্রাফিক ও থিমেটিক মানচিত্র প্রণয়ন ও মুদ্রণ করে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহে সরবরাহ করে থাকে। মুদ্রণ যন্ত্রপাতি ক্রয়/সংগ্রহের মাধ্যমে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ম্যাপ রি-প্রোডাকশন কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীগণের কারিগরি জ্ঞান বৃদ্ধি করণ । ক্ষুদ্র ও বৃহৎ স্কেলের মানচিত্র প্রণয়ন ও মুদ্রণের ফলে সমগ্র বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, অন্যান্য সেবা কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজের বাস্তবসম্মত এবং কার্যকরী পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনে সহায়ক ভূমিকা পালন করা।    

 

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon