বাংলাদেশের উপজেলা সমূহের ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন |
|
পটভূমিঃ উপজেলাসমূহের নাগরিক সুবিধা চাহিদার তুলনায় অপ্রতুল। বিশুদ্ধপানি সরবরাহ, পরিকল্পিত বাসস্থান নির্মাণ, খাদ্য নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, পয়:নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, রাস্তা, কালভার্ট নির্মাণে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। উপজেলা সদর যে কোন উপজেলার প্রশাসনের প্রাণ কেন্দ্র, তথা প্রায় সকল সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের সদর দপ্তর । বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান উপজেলা সদর ও পার্শ্ববর্তী এলাকায় গড়ে উঠেছে । গ্রামসমূহ থেকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন কাজে বিপুল সংখ্যক মানুষ উপজেলায় নিয়মিত আসা যাওয়া করে। উপজেলাসমূহ পরিকল্পিতভাবে গড়ে উঠেনি বিধায় পর্যাপ্ত বাসস্থানের অভাবে স্বল্প আয়ের বিপুল সংখ্যক কর্মজীবি মানুষের একাংশ বস্তিতে বাস করছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, অপর্যাপ্ত ও সরু রাস্তার কারণে যানজট সৃষ্টি, অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের কারণে জলাবদ্ধতা সৃষ্টি, ইটভাটার মাধ্যমে বায়ু দূষণ, শিল্প কারখানার রাসায়নিক বর্জ্যে নদীর পানি দূষণ ও পয়:নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় জনগনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নগর পরিকল্পনাবিদদের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনায় আধুনিক তথ্য-উপাত্ত সম্বলিত টপোগ্রাফিক্যাল মানচিত্র অতীব জরুরি।
বাংলাদেশ জরিপ অধিদপ্তর মানচিত্র প্রণয়নকারী জাতীয় প্রতিষ্ঠান । অত্র অধিদপ্তর আকাশ আলোকচিত্র ধারণ করে ডিজিটাল ফটোগ্রামেট্রিক পদ্ধতিতে মানচিত্র প্রস্তুত করে থাকে । মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে ব্যাপকভাবে সংগৃহীত তথ্য উপাত্ত উক্ত মানচিত্রে সংযোজন করে টপোগ্রাফিক মানচিত্র প্রণীত হয় । বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্তৃক ২০১০-১১ সালে সমগ্র বাংলাদেশের ৫০ সে:মি: জিএসডি আকাশ আলোকচিত্র ধারণ করে ১:২৫,০০০ স্কেলের মানচিত্র ও জিআইএস বেসিক ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। উক্ত হালনাগাদ ডাটা ও ফিল্ড জরিপের মাধ্যমে উপজেলা ও পার্শ্ববর্তী এলাকাকে আধুনিকীকরণ করার বাস্তব পদক্ষেপ গ্রহণ করা এখনই প্রয়োজন। বাংলাদেশ অচিরেই স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে পাশাপাশি মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে । বিদ্যমান বিভিন্ন সমস্যা দূরীকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পদক্ষেপ নেয়া আবশ্যক। উক্ত প্রকল্পে প্রস্তুতকৃত উপজেলাসমূহের ডিজিটাল টপোগ্রাফিক্যাল মানচিত্র বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নকারী সংস্থার কাজে সহায়ক ভূমিকা পালন করবে। প্রকল্পে প্রস্তুতকৃত জিআইএস ডাটাবেজ, ডিজিটাল টপোগ্রাফিক্যাল মানচিত্র উপজেলাসমূহের উন্নয়ন পরিকল্পনা ও আধুনিকীকরণে ব্যাপক ভূমিকা পালন করবে।
|
|
প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা (সুবিধাভোগীসহ) :
|