Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২০

কার্যাবলী

 

১। ট্রিগোনোমেট্রিক্যাল এবং জিওডেটিক্যাল কন্ট্রোল সার্ভেঃ

 

  • সমগ্র বাংলাদেশের নেটওয়ার্কের মাধ্যমে স্টেশনের সহিত সংযোগ এবং ডিটারমিনিশন ভেল্যূসহ জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট স্থাপন।
  • খপূর্বে স্থাপিত ট্রায়াংগুলেশন নেটওয়ার্ক রক্ষণাবেক্ষন পূণঃ পর্যবেক্ষণ প্রয়োজনবোধে ডাটাসমূহ কম্পুটেশন এবং কম্পাইলেশন।
  • ট্রায়াংগুলেশন স্টেশনের রক্ষণাবেক্ষন।
  • ভবিষ্যতে সূত্র হিসাবে ব্যবহারের জন্য স্থায়ী রেকর্ড হিসাবে জিওডেটিক্যাল কন্ট্রোল পয়েন্টে এবং ট্রিগনোমেট্রিক্যাল প্যামফ্লেট প্রস্ত্তত।
  • ব্যাপক মাঠ জরিপের স্বার্থে সাবসিডিয়ারী ট্রাইংগুলেশনের মাধ্যমে অভ্যন্তরীণ কন্ট্রোল পয়েন্ট স্থাপন।
  • নির্ভুলতার সহিত লেভেলিং এর মাধ্যমে বেঞ্চমার্ক প্রস্ত্তত করা।

 

 

২। টপোগ্রাফিক্যাল সার্ভেঃ মাঠ জরিপ এবং বিভিন্ন ধরনের ম্যাপ প্রস্ত্তত করাঃ

 

  • বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম এলাকার ১:২৫,০০০স্কেলে মানচিত্র প্রস্ত্তত করা।
  • সমগ্র বাংলাদেশের ১:৫০,০০০ সিরিজের ২৬৭ টি ম্যাপ প্রস্ত্তত করা।
  • জরিপ, পুনঃ জরিপ এবং সংশোধিত জরিপ করা এবং ফটোগ্রামেট্টিক প্রক্রিয়ায় ম্যাপসমূহ হালনাগাদ করা।
  • ১:৫০,০০০ সিরিজের ম্যাপগুলি নিখুত অংকন পূর্বক মানচিত্র প্রণয়ন।
  • ১:৫০,০০০ সিরিজের প্রতিটি ম্যাপের বিপরীতে ৩,০০০ থেকে ৩,৫০০ কপি ম্যাপ মূদ্রণ।
  • চসেনাবাহিনীর চাহিদা মোতাবেক ১:৫০,০০০ সিরিজের ম্যাপ পুণঃ মূদ্রণ এবং মজুত সংরক্ষন করন।

 

 

৩। ২৭টি শীটের মাধ্যমে সমগ্র বাংলাদেশের জন্য ১:২৫০,০০০ সিরিজের ম্যাপ প্রস্ত্তত করাঃ

 

  • ১,৫০,০০০ স্কেলের ম্যাপ হইতে কম্পাইলেশনের মাধ্যমে ১:২৫০,০০০ স্কেলের ম্যাপ প্রস্ত্তত।
  • ১:২৫০,০০০ শীটের নিখূত অংকন এবং প্রতিটি ম্যাপের বিপরীতে ১,০০০ থেকে ১,৫০০ কপি ম্যাপ মূদ্রণ।
  • মজুত পূর্ণতার জন্য সময় সময় ১:২৫০,০০০ স্কেলের শীট পূণঃ মূদ্রণ করা।

 

 

৪। ১/এম এবং ১:৫০০,০০০ সিরিজঃ

 

  • বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশের ১/এম স্কেলের ম্যাপ সংকলন, নিখুঁত অংকন সহ অন্যান্য আনুষাংগিক কার্য সম্পাদন পূর্বক প্রকাশ করা এবং মজুত নিশ্চিত করনের লক্ষ্যে পূণঃ মূদ্রণ করা।
  • রাজনৈতিক উদ্দেশ্যে এবং বি,এফ,এ চার্ট হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহারের জন্য ২টি ভিন্ন স্পেশিফিকেশনে ১:৫০০,০০০ ম্যাপ প্রস্ত্তত করা।

 

৫। বহিঃ সীমামত ম্যাপ (ট্রান্সফন্টিয়ার ম্যাপিং):বাংলাদেশের বহিঃসীমান্ত এলাকার ৩,০০,০০০ বর্গ মাইল এলাকার ১:৫০,০০০ ও ১: ২,৫০,০০০,স্কেলের এর বহিঃসীমান্ত ম্যাপ প্রকাশ রক্ষণাবেক্ষণ এবং টপোগ্রাফিক্যাল ম্যাপ করা।

 

৬। ক্যানটনমেন্ট সার্ভেঃ সেনানিবাসের অরিজিন্যাল সার্ভে ম্যাপ অংকন ও মুদ্রণ।

 

৭। বাউন্ডারী ডিমার্ককেশনঃ বিভিন্ন পার্বত্য এলাকায় আন্তর্জাতিক সীমানা চিহ্নিত করন সার্ভে অব বাংলাদেশের দায়িত্ব।

 

৮। জিওগ্রাফিক্যাল /পলিটিক্যাল ম্যাপঃ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ১: ৫০,০০০ স্কেলের পলিটিক্যাল ম্যাপ এবং ১: ২,৫০,০০০ স্কেলের জেলা ম্যাপ প্রস্ত্তত করন।

 

৯। লার্জ স্কেল কন্টূর সার্ভেঃ বিভিন্ন সরকারী বেসরকারী ও স্বায়ত্ত্বশাসিত সংস্থার চাহিদা অনুসারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন বন্যা নিয়ন্ত্রণ, পানি উন্নয়ন, বিদ্যুত উন্নয়ন ইরিগেশন (সেচ), নগর পরিকল্পনা, যোগাযোগ বিমানবন্দর,টেলিকমিউনিকেশন ইত্যাদির ম্যাপ প্রস্ত্তত করন।

 

১০। স্পেশাল ম্যাপঃ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান যেমন জিওলজিক্যাল সার্ভে, সয়েল সার্ভে ইত্যাদি চাহিদা মোতাবেক ভিন্ন ধারণের ম্যাপ প্রস্ত্তত, মুদ্রণ ও সরবার করা।

 

১১। অপারেশনাল এ্যাসিসট্যান্ডঃ জরুরি অবস্থায় বিশেষ করে যুদ্ধের সময় সার্ভে অব বাংলাদেশের কর্মকর্তাদের সেনাবাহিনীর সাথে সংযুক্ত করে কোন স্থানের ল্যাটিচিউড ও লংগিচিউড নির্নয় সহায়তা প্রদান করা।

 

১২। এরিয়্যাল ফটোগ্রাফিঃ সমগ্র বাংলাদেশের আকাশ আলোকচিত্র সমূহ পরিষ্ফুটন, উন্নয়ন, মুদ্রণ, সরবারহ এবং নিয়ন্ত্রণ করা। সকল এয়ার ফটোগ্রাফির নেগেটিভ সমূহের সংরক্ষণ ক্ষমতা সার্ভেয়ার জেনারেল এর।