Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০২৩

বাংলাদেশের উপজেলা সমূহের ডিজিটাল মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন

 

 

বাংলাদেশের উপজেলা সমূহের ডিজিটাল  মানচিত্র (টপোগ্রাফিক) প্রণয়ন

 

পটভূমিঃ 

উপজেলাসমূহের নাগরিক সুবিধা চাহিদার তুলনায় অপ্রতুল। বিশুদ্ধপানি সরবরাহ, পরিকল্পিত বাসস্থান নির্মাণ, খাদ্য নিরাপত্তা, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, পয়:নিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, রাস্তা, কালভার্ট নির্মাণে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। উপজেলা সদর যে কোন উপজেলার প্রশাসনের প্রাণ কেন্দ্র, তথা প্রায় সকল সরকারি, বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের সদর দপ্তর । বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান উপজেলা সদর ও পার্শ্ববর্তী এলাকায় গড়ে উঠেছে । গ্রামসমূহ থেকে কর্মসংস্থানের জন্য বিভিন্ন কাজে বিপুল সংখ্যক মানুষ উপজেলায় নিয়মিত আসা যাওয়া করে। উপজেলাসমূহ  পরিকল্পিতভাবে গড়ে উঠেনি বিধায় পর্যাপ্ত বাসস্থানের অভাবে স্বল্প আয়ের বিপুল সংখ্যক কর্মজীবি মানুষের একাংশ বস্তিতে বাস করছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, অপর্যাপ্ত ও সরু রাস্তার কারণে যানজট সৃষ্টি, অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের কারণে জলাবদ্ধতা সৃষ্টি, ইটভাটার মাধ্যমে বায়ু দূষণ, শিল্প কারখানার রাসায়নিক বর্জ্যে নদীর পানি দূষণ ও পয়:নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় জনগনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নগর পরিকল্পনাবিদদের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। উন্নয়ন পরিকল্পনায় আধুনিক তথ্য-উপাত্ত সম্বলিত টপোগ্রাফিক্যাল মানচিত্র অতীব জরুরি।  

 

বাংলাদেশ জরিপ অধিদপ্তর মানচিত্র প্রণয়নকারী জাতীয় প্রতিষ্ঠান । অত্র অধিদপ্তর আকাশ আলোকচিত্র ধারণ করে ডিজিটাল ফটোগ্রামেট্রিক পদ্ধতিতে মানচিত্র প্রস্তুত করে থাকে । মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে  ব্যাপকভাবে সংগৃহীত তথ্য উপাত্ত উক্ত মানচিত্রে সংযোজন করে টপোগ্রাফিক মানচিত্র প্রণীত হয় । বাংলাদেশ জরিপ অধিদপ্তর  কর্তৃক ২০১০-১১ সালে সমগ্র বাংলাদেশের ৫০ সে:মি: জিএসডি আকাশ আলোকচিত্র ধারণ করে ১:২৫,০০০ স্কেলের মানচিত্র ও জিআইএস বেসিক ডাটাবেজ প্রস্তুত করা হয়েছে। উক্ত হালনাগাদ ডাটা  ও ফিল্ড জরিপের মাধ্যমে উপজেলা ও পার্শ্ববর্তী এলাকাকে আধুনিকীকরণ করার বাস্তব পদক্ষেপ গ্রহণ করা এখনই প্রয়োজন। বাংলাদেশ অচিরেই স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে পাশাপাশি মাথাপিছু আয়ও বৃদ্ধি পেয়েছে । বিদ্যমান বিভিন্ন সমস্যা দূরীকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পদক্ষেপ নেয়া  আবশ্যক। উক্ত প্রকল্পে প্রস্তুতকৃত উপজেলাসমূহের ডিজিটাল টপোগ্রাফিক্যাল  মানচিত্র বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নকারী সংস্থার কাজে সহায়ক ভূমিকা পালন করবে। প্রকল্পে প্রস্তুতকৃত জিআইএস ডাটাবেজ,  ডিজিটাল টপোগ্রাফিক্যাল মানচিত্র উপজেলাসমূহের উন্নয়ন পরিকল্পনা ও আধুনিকীকরণে ব্যাপক ভূমিকা পালন করবে। 

 

 

 

প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা (সুবিধাভোগীসহ)  : 


 

  • সমগ্র বাংলাদেশের ৪৯৫ টি (এছাড়াও সরকার কর্তৃক জারীকৃত অন্যান্য নতুন উপজেলা) উপজেলার টপোগ্রাফিক্যাল মানচিত্রের ভৌগলিক তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক জিআইএস ডাটাবেইজ প্রস্তুতকরণ; 
  • সমগ্র বাংলাদেশের ৪৯৫ টি উপজেলার বিভিন্ন স্কেলের সঠিক তথ্য-উপাত্ত সমৃদ্ধ জিআইএস ভিত্তিক ডিজিটাল টপোগ্রাফিক্যাল মানচিত্র (3D মানচিত্র) প্রস্তুতকরণ;  
  • প্রস্তুতকৃত ম্যাপ ব্যবহার করে কোন স্থানের সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন সরকারি/বেসরকারি/স্বায়ত্বশাসিত সংস্থার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও জিওইনফরমেশন তথ্য-উপাত্ত ব্যবহার করে সংস্থাসমূহ সঠিক তথ্য-উপাত্ত সমৃদ্ধ জিআইএস ভিত্তিক ডাটাবেজের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা কার্যক্রমকে ত্বরান্বিত করতে পারবে। 

 

 

প্রকল্পের বাস্তবায়নকাল                                    :  মার্চ ২০২২ থেকে ফেব্রুয়ারী ২০২৫ 

 

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)                : ২১৭.০০ 

 

 

প্রকল্পের আউটপুট: 

  • জিআইএস ডাটাবেইজ   
  • বিভিন্ন স্কেলের বাংলাদেশের উপজেলা সমূহের ডিজিটাল  মানচিত্র প্রণনয়  (টপোগ্রাফিক্যাল) 
  • ভূমির উচ্চতা সমূহ (হাইট ডাটা) 

 

 

প্রকল্পের বিবরণ:

বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে । অগ্রগতির এ ধারা বজায় রাখা ও গতিশীল করার জন্য পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন কাজ আশু প্রয়োজন। পাশাপাশি জনসম্পদের কারিগরি জ্ঞান বৃদ্ধি করার পদক্ষেপ গ্রহণও জরুরী। শিল্পায়নের স্বার্থে অবকাঠামোগত সঠিক তথ্য-উপাত্ত  সমৃদ্ধ আধুনিক টপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করা অতীব প্রয়োজন । 

 

বিভিন্ন উপজেলাসমূহ পৌরসভায় রুপান্তরিত হচ্ছে এবং উপজেলাসমূহে শিল্পায়ন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুল সংখ্যক লোক কর্মসংস্থানের জন্য উপজেলাসমূহে  ছুটে আসছে। 

 

উপজেলাসমূহ ও পার্শ্ববর্তী এলাকার হালনাগাদ তথ্যাবলীর জিআইএস ডাটাবেইজ ইত্যাদি প্রস্তুত করা হবে। প্রকল্পে সংগৃহীত জিওস্পেশাল ডাটা বিভিন্ন ব্যবহারকারী সংস্থার কাজকে ব্যাপকভাবে সহায়তা করবে। সুতরাং প্রকল্পটি বাংলাদেশ জরিপ অধিদপ্তরের জন্য বিশেষ প্রয়োজন। প্রকল্প বাস্তবায়নের ফলে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সকল অফিস/ইউনিট ডিজিটালাইজেশনের আওতায় আসবে।  

 

বাংলাদেশ জরিপ অধিদপ্তর জাতীয় মানচিত্র প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে টপোগ্রাফিক্যাল মানচিত্র প্রণয়ন করে থাকে। এ মানচিত্রগুলো সাধারণত আন্তর্জাতিকভাবে প্রচলিত/স্বীকৃত কিছু সুনির্দিষ্ট সিরিজের হয়ে থাকে। সাধারণত ১:১০০০০০০ স্কেল থেকে ক্রমান্বয়ে শুরু করে  ১:৫০০০০০, ১:২৫০০০০, ১:৫০০০০, ১:২৫০০০ বিভিন্ন স্কেলের হয়ে থাকে। এতে বৃহৎ পরিসরে ম্যাপ তৈরি হয় বটে কিন্তু সুনির্দিষ্ট এলাকাভিত্তিক প্রয়োগের ক্ষেত্রে তা উপযোগী হয়না। আরও বৃহৎ স্কেলের সমগ্র বাংলাদেশের ম্যাপ তৈরি রাজস্ব তথা পরিচালন বাজেটে সম্ভব নয়। এই প্রকল্পের  আওতায় প্রণীত জিআইএস ডাটাবেজটি স্কেলেবল হবে বিধায় ব্যবহারকারী প্রয়োজন অনুসারে ম্যাপ প্রস্তুত করতে পারবে। উল্লেখ্য যে, বর্তমানে ১:২৫০০০ স্কেলের বেইজম্যাপ জাইকার সহায়তায় আইডিএমএস প্রকল্পের মাধ্যমে ১০ বছর ধরে প্রস্তুত করা হয়েছে। দেশের বিভিন্ন সরকারি/স্বায়ত্বশাসিত/বেসরকারি সংস্থার উন্নয়নমূলক কাজের জন্য MSL (Mean Sea Level) এর সাপেক্ষে লেভেলিং সার্ভের মাধ্যমে উচ্চতা ও জিপিএস সার্ভের মাধ্যমে স্থানাংক নির্ণয়সহ অত্র অফিসের বিভিন্ন স্কেলের ম্যাপসমুহের হালনাগাদ করতে সমগ্র পরিচালন ব্যয় খরচ হয়ে যায়। তাই বৃহৎ স্কেলের সিরিজ ম্যাপ প্রস্তুত অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল যা রাজস্ব বাজেটে এ রকম বড় ধরণের অর্থ জোগান সম্ভব নয়। এক্ষেত্রে জিআইএস ডাটাবেইজসহ উপজেলার টপোগ্রাফিক মানচিত্র প্রনয়ণের জন্য উন্নয়ন বাজেট প্রয়োজন।