বাংলাদেশ জরিপ অধিদপ্তর মানচিত্র প্রণয়নকারী জাতীয় প্রতিষ্ঠান ৷ ১৭৬৭ সালে বেঙ্গল সার্ভে নামে অত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ৷ ১৯০৫ সালে সার্ভে অব ইন্ডিয়া বিভক্ত হয়ে টপোগ্রাফিক্যাল জরিপ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নামে দু’টি পৃথক প্রতিষ্ঠান স্থাপিত হয় । ১৯৪৭ সালে বৃটিশ শাসন অবসান উত্তর তৎকালীন পাকিস্তান ও ভারতে যথাক্রমে সার্ভে অব পাকিস্তান ও সার্ভে অব ইন্ডিয়া নামে দুটি প্রতিষ্ঠানের অভ্যুদয় হয় এবং একই বৎসর কুমিল্লায় সার্ভে অব পাকিস্তানের আঞ্চলিক অফিস স্থাপিত হয়। ১৯৫৮ সালে অফিসটি ঢাকার তেজগাঁও এ সার্ভে অব পাকিস্তানের প্রাদেশিক সদর দপ্তর স্থানান্তরিত হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় হলে সার্ভে অব বাংলাদেশ তথা বাংলাদেশ জরিপ অধিদপ্তর স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। অত্র অধিদপ্তর বিভিন্ন সরকারি/বেসরকারি উন্নয়ন সংস্থা/স্টেকহোল্ডারদের বিভিন্ন স্কেলের টপোগ্রাফিক মানচিত্র/ডাটা সরবরাহ করে জাতীয় উন্নয়নে অবদান রাখছে। বাংলাদেশের গড় সমুদ্র সমতল নির্ণয়ের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গাদিয়ায় ১৯৯৩ সালে টাইডাল স্টেশন স্থাপন করা হয়েছে এবং উক্ত টাইডাল স্টেশনের গড় সমুদ্র সমতলকে রেফারেন্স ধরে সমগ্র দেশের এলিভেশন (গড় সমুদ্র পৃষ্ঠ হতে উচ্চতা) পরিমাপ করা হচ্ছে। অত্র অধিদপ্তরে ১৯৯৮ সালে ডিজিটাল মানচিত্র প্রণয়ন শুরু হয়। সমগ্র দেশের জিআইএস ডাটাবেজসহ ১:২৫,০০০ স্কেলের টপোগ্রাফিক বেইজ মানচিত্র প্রণয়ন করা হয়েছে। এসডিসিসি প্রকল্পের আওতায় বিভিন্ন স্কেলের জেলা মানচিত্র, বিভাগীয় মানচিত্র ইত্যাদি প্রণয়ন করা হয়েছে ৷ সমগ্র বাংলাদেশকে জিওডেটিক নেটওয়ার্ক এর আওতায় আনা হয়েছে। দেশের ৬টি স্থানে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও মৌলভীবাজার) ৬টি GNSS CORS স্থাপন করা হয়েছে এবং আরো ৭৩টি স্থানে GNSS CORS স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে বাংলাদেশ জরিপ অধিদপ্তর বিভিন্ন উন্নয়ন প্রকল্প সফল বাস্তবায়ন, বৈদেশিক প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে দক্ষ জনবল তৈরী করেছে এবং ডাটা সংগ্রহ ও মানচিত্র প্রণয়ন কার্যক্রম গতিশীল হয়েছে। বাংলাদেশ জরিপ অধিদপ্তর ধামালকোট, মিরপুরে অত্যাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ডিজিটাল ম্যাপিং সেন্টার স্থাপন করেছে।
বর্তমানে অনলাইনে যে কোন চাহিদাকারীকে জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট এর স্থানাঙ্ক মূল্য পরিশোধ সাপেক্ষে সরবরাহ করা হয় ৷ এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীগণ যাতে বিভিন্ন স্কেলের মানচিত্র অত্র অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন সেজন্য কার্যক্রম অব্যাহত আছে। তাছাড়া বর্তমানে অধিদপ্তরে জিওপোর্টাল তৈরির কাজ চলমান রয়েছে ৷ সর্বাধুনিক KUMURI ও KBA মেশিন স্থাপনের মাধ্যমে অধিদপ্তরের মানচিত্র মুদ্রণে যুগান্তকারী পরিবর্তন এসেছে। ফলে বাংলাদেশ জরিপ অধিদপ্তর প্রতি ঘন্টায় প্রায় ১০ হাজার কপি Four Colour Map মুদ্রণের সক্ষমতা অর্জন করেছে। উল্লেখ্য, বাংলাদেশ জরিপ অধিদপ্তর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক মানচিত্র মুদ্রণ করে আসছে।
বাংলাদেশ জরিপ অধিদপ্তর স্টেকহোল্ডারদের চাহিদানুযায়ী স্বল্প সময়ে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জিওস্পেশাল ডাটা প্রস্তুত ও সরবরাহ করে আসছে। রেডিও লিংক প্রযুক্তির মাধ্যমে তেজগাঁও ও মিরপুরের দামালকোট অফিসের দু’টি ভিন্ন ভিন্ন সার্ভারে সংরক্ষিত ডাটা আদান-প্রদান করা হচ্ছে, যা Dedicated Firewall দ্বারা সুরক্ষিত। দেশের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে অত্র অধিদপ্তর প্রতিনিয়ত ভৌগোলিক তথ্য-উপাত্ত সংগ্রহ করে তার তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করছে।
জাতীয় উন্নয়নে জিওস্পেশাল ডাটা ও ডিজিটাল ম্যাপ
বাংলাদেশ জরিপ অধিদপ্তর মানচিত্র প্রণয়নকারী জাতীয় প্রতিষ্ঠান। এ অধিদপ্তর বিভিন্ন স্কেলের টপোগ্রাফিক ও থিমেটিক মানচিত্র প্রণয়নসহ জিওডেটিক কন্ট্রোল নেটওয়ার্ক স্থাপন ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত। এছাড়া আকাশ আলোকচিত্র উত্তোলন ও ব্যবস্থাপনার কাজেও নিয়োজিত আছে।
বাংলাদেশ জরিপ অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা
বাংলাদেশ জরিপ অধিদপ্তর (Survey of Bangladesh) সম্পর্কে জানার জন্য ভিজিট করুন- website: www.sob.gov.bd, e-mail: info@sob.gov.bd
দেশের অবকাঠামো উন্নয়নে সঠিক ও নির্ভুল টপোগ্রাফিক মানচিত্রের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ জরিপ অধিদপ্তর নিখুঁত মানচিত্র প্রণয়ন করে জাতীয় উন্নয়নে অবদান রেখে আসছে। দেশের ক্রমবর্ধমান চাহিদা ও অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করতে হালনাগাদ তথ্যসম্বলিত ডিজিটাল মানচিত্রের ভূমিকা অপরিসীম। সেই লক্ষ্যে বাংলাদেশ জরিপ অধিদপ্তর যথাক্রমে ৫০ সেঃমিঃ জিএসডি (Ground Sample Distance) এবং ২৫ সেঃমিঃ জিএসডি’র সমগ্র বাংলাদেশের জিপিএস-আইএনএস সমর্থিত ডিজিটাল আকাশ আলোকচিত্র ধারণ করেছে। উত্তোলিত আকাশ আলোকচিত্রের সাহায্যে সর্বাধুনিক হার্ডওয়ার ও সফ্টওয়ার ব্যবহার করে সমগ্র দেশের ১:২৫,০০০ স্কেল বেইজ ম্যাপ এবং বিভাগীয় শহর চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটের ১:৫,০০০ স্কেলের টপোগ্রাফিক মানচিত্র প্রণয়ন করা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ জরিপ অধিদপ্তর ফটোগ্রামেট্রিক কার্যক্রমের ধারাবাহিকতায় UAV প্রযুক্তি ব্যবহার করে যুগোপযোগী ম্যাপ প্রস্তুতির কার্যক্রম হাতে নিয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে দ্রুততম সময়ে নিখুতভাবে DTM/DEM, DSM এবং Large Scale এর ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়।
জিওডেটিক কার্যক্রমঃ
Real Time Kinematic (RTK) পদ্ধতিতে স্বল্পতম সময়ে সঠিকভাবে কোন বিন্দুর ভৌগোলিক স্থানাংক নির্ণয়ের লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও মৌলভীবাজারে ০৬ (ছয়) টি স্থায়ী জিএনএসএস স্টেশন (Permanent Global Navigation Satellite System (GNSS) Station স্থাপন করা হয়েছে এবং আরও ৭৩ টি স্থায়ী GNSS স্টেশন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। RTK, GNSS Receiver, Mobile Mapper, Total Station, Digital Level ইত্যাদি আধুনিক সার্ভে যন্ত্রপাতির সমন্বয়ে অত্র অধিদপ্তরের জিওডেটিক কার্যক্রম পরিচালিত হছে।
স্থায়ী জিএনএসএস স্টেশনের ডাটা ভূত্বকের শিলাস্তরের গতিশীলতা (Tectonic Plate Movement) নির্ণয়, আবহাওয়ার পূর্বাভাস ও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা কাজে ব্যবহার করা যেতে পারে।
ন্যাশনাল ড্যাটাম, গুলশান, ঢাকা |
টাইডাল স্টেশন, চট্রগ্রাম |
স্থায়ী জিএনএসএস স্টেশন |
ইতোমধ্যে জিএনএসএস পর্যবেক্ষণের সাহায্যে দেশব্যাপী ১১১২ টি হরাইজন্টাল কন্ট্রোল পয়েন্ট স্থাপন এবং লেভেলিং এর সাহায্যে ২২৯৬ টি ভার্টিক্যাল কন্ট্রোল পয়েন্ট স্থাপন করা হয়েছে।
PHOTOGRAMMETRIC ACTIVITES
Height Creation all over Bangladesh with respect to Mean Sea Level.
|
|
|
|
SOFTWARES
Info Match-AT |
DT Master, Ortho Master, Ortho Vista |
Summit Evolution with Auto CAD Map 3D |
LPS, Agisoft |
Summit Evolution with ArcGIS |
ERDAS Imagine , ENVI |
GIS DATASETS
Administrative Boundary |
Hydrographic Feature |
Forest |
Annotation Dataset |
Transportation |
Industry |
Building and Structure |
Vegetation |
Relief |
Geodetic Control Point |
Facilities |
|
যে কোন ধরনের Spatial Analysis এর জন্য GIS Database একটি অত্যাবশ্যকীয় উপাদান। অত্র প্রতিষ্ঠানে রয়েছে সমগ্র বাংলাদেশের ১:৫০,০০০ স্কেলের Vector ও Raster ফরমেটের Seamless GIS Database। ১৩ টি Dataset, ৬৮ টি Feature Class ও ৩০৩ টি Feature Type সম্বলিত ১:২৫,০০০ স্কেলের GIS Database প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে। এ Database যেহেতু Digital Photogrammetic পদ্ধতিতে Digitize করা Data হতে প্রস্তুত, সেহেতু এর প্রত্যেকটি Feature এর প্রতিটি Vertex ই 3D। এ ছাড়াও একই পদ্ধতি অনুসরন করে দেশের প্রধান প্রধান শহরের ১:৫,০০০ স্কেলের GIS Database ব্যবহারকারিদের সরবরাহ করা হচ্ছে।
সার্ভার
সব ধরনের GIS Database প্রস্তুত ও সংরক্ষণে সর্বাধুনিক Server based প্রযুক্তি ও সর্বশেষ ভার্সনের আন্তর্জাতিক মানের Software ব্যবহার করা হচ্ছে। অধিদপ্তরের তেহগাঁওস্থ মূল অফিস এবং মিরপুরস্থ ডিজিটাল ম্যাপিং সেন্টারের মধ্যে প্রতিনিয়ত Radio Link এর মাধ্যমে Data আদান প্রদান করা হচ্ছে যা Dedicated Firewall দ্বারা সুরক্ষিত।
প্রিন্টিং কার্যক্রম: লিথু মুদ্রণ অফিস, বালাদেশ জরিপ অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ ইউনিট। আধুনিক মূদ্রণ যন্ত্রপাতির সাহায্যে অত্র অধিদপ্তর প্রণীত সকল ধরনের ও স্কেলের ম্যাপ, চার্ট ও ফরম মুদ্রণের ক্ষেত্রে লিথু মুদ্রণ অফিস অপরিহার্য ভূমিকা পালন করে থাকে।
CTP (Computer to plate) |
Printing Press (Rapida105, KBA) |
Printing Press (Rapida105, KBA)
আধুনিক সার্ভে যন্ত্রপাতি
১: ২৫,০০০ স্কেলের ডিজিটাল ম্যাপ
১:৫,০০০ স্কেলের ডিজিটাল ম্যাপ
গোপালগঞ্জ জেলা ম্যাপ
UAV Image ডিজিটাল ম্যাপিং সেন্টার, মিরপুর, ঢাকা
বাংলাদেশ জরিপ অধিদপ্তর কর্তৃক প্রণীত ম্যাপ ও তথ্য উপাত্ত সমূহঃ