Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ সেপ্টেম্বর ২০২১

নদী, কৃষি ও বন গবেষনায়

 

 

উদ্দেশ্য:

  • জরিপ কাজ পরিচালনা ও মানচিত্র প্রণয়ন কর্মকান্ডের ব্যবস্থাপনা।
  • জাতীয় জরিপ ও সমন্বয়কারীর ভূমিকা পালন করা।
  • National Spatial Data (NSD) প্রণয়ন, সংরক্ষণ ও বিতরণ করা।
  • জরিপ ও মানচিত্র প্রণয়ন কর্মকান্ডের উপর গবেষণার মাধ্যমে উন্নয়ন সাধন এবং আমতর্জাতিক সমন্বয় সাধন করা।
  • বাংলাদেশের অন্যান্য মানচিত্র প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান সমূহকে নিবন্ধন প্রদানের ব্যবস্থা করা সহ মানচিত্র তৈরীর প্রয়োজনীয় নির্দেশনা ও অনুমতি প্রদান করা।
  • জাতীয় মানচিত্র প্রণয়ন, সংরক্ষণ ও বিতরণ করা।

 

বাংলাদেশ জরিপ অধিদপ্তরের দায়িত্বাবলী:

 

ক। ট্রিগোনোমেট্রিক এবং জিওডেটিক কন্ট্রোল সার্ভে:

  • সমস্ত বাংলাদেশে নেটওয়ার্কের মাধ্যমে ট্রিগোনোমেট্রিক্যাল এবং জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে পূন: পর্যবেক্ষণ করে হালনাগাদ করা।
  • ভবিষ্যতে সূত্র হিসাবে ব্যবহার করার জন্য ট্রিগোনোমেট্রিক, জিওডেটিক কন্ট্রোল পয়েন্ট ও বেঞ্চমার্ক সমূহের বিস্তারিত বর্ণনাসহ পুস্তিকা প্রকাশনা, রক্ষণাবেক্ষণ ও হালনাগাদ করা।
  • সমস্ত বাংলাদেশে নেটওয়ার্কের মাধ্যমে হাইপ্রিসিশন লেভেলিং করিয়া বেঞ্চমার্ক স্থাপন, রক্ষণাবেক্ষণ ও হালনাগাদ করা।
  • টপোগ্রাফিক্যাল জরিপের প্রয়োজনে অতিরিক্ত ট্রাংগুলেশন, ট্রাভার্স এবং লেভেলিং এর কাজ করা।
  • টাইডাল অবজারভেটরী হতে বাংলাদেশের জন্য গড় সমুদ্রতল নির্ণয় ও রক্ষণাবেক্ষণ এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের প্রতি লক্ষ্য রেখে বেঞ্চমার্ক সমূহের মান হালনাগাদ করা।
  • সুনামী সতর্কীকরণে  Intergovernmental Oceanographic Commission (IOC) কে সহায়তা প্রদান করা।

 

খ। টপোগ্রাফিক্যাল সার্ভে:
নিম্নেবর্ণিত বিভিন্ন স্কেলের টপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরী করা (বাংলাদেশ জরিপ অধিদপ্তরের টপোগ্রাফিক মানচিত্র সংক্রামত বিস্তারিত তথ্যাবলী পরিশিষ্ট-ক ও খ-তে দেখানো হইল):-

  • বাংলাদেশ সামরিক বাহিনীর প্রয়োজনে পার্বত্য এলাকার নির্দিষ্ট কিছু স্থানের ১:২৫,০০০ স্কেলের মানচিত্রের জরিপ ও অন্যান্য কাজ সমাধা  করে প্রকাশ করা ও নির্দিষ্ট সময় পর পর সংশোধন করে হালনাগাদ করত: নতুন সংস্করণ প্রকাশ করা বা স্টক পরিপূর্ণ করার উদ্দেশ্যে পূন:মুদ্রণ করা।
  • ১:৫০,০০০ স্কেলের সমগ্র বাংলাদেশের মানচিত্রের জরিপ, নিখুত অংকন সহ অন্যান্য কাজসম্পন্ন  করে প্রকাশ ও নির্দিষ্ট সময় পর পর সংশোধন  করে হালনাগাদ করত: নতুন সংস্করণ প্রকাশ করা এবং প্রয়োজনীয় স্টক পরিপূর্ণ করার উদ্দেশ্যে বা সেনাবাহিনী এবং অন্যান্য চাহিদাকারীর প্রয়োজনে পূন:মুদ্রণ করা।
  • :১০,০০,০০০ এবং :৫০,০০০ স্কেল ম্যাপ:
    • বাংলাদেশের ১:১০,০০,০০০  স্কেলের মানচিত্রের অংকনসহ অন্যান্য আনুষাংগিক কার্য সমাধা করে প্রকাশ করা ও নির্দিষ্ট সময় পর পর সংশোধন করত: নতুন সংস্করণ প্রকাশ করা বা স্টক পরিপূর্ণ করার উদ্দেশ্যে পূন:মুদ্রণ করা।
    • বাংলাদেশের  ১:৫০,০০০ স্কেলের ভিন্ন স্পেসিফিকেশন অনুযায়ী বি এ এফ চার্ট তৈরী করা এবং স্টক পরিপূর্ণ করার উদ্দেশ্যে পূন:মুদ্রণ করা।

 

  • সেনানিবাস সার্ভে:
    চাহিদা অনুযায়ী সেনানিবাস সমূহ জরিপ, মানচিত্র তৈরী ও সরবরাহ করা।

 

  • সীমামত চিহ্নিত করা:
    বাংলাদেশ-ভারত (মিজোরাম অংশ) এবং বাংলাদেশ-মায়ানমার এর আমতর্জাতিক স্থল সীমানা চিহ্নিত করা।

 

  • ভৌগলিক, রাজনৈতিক অন্যান্য মানচিত্র:
    • সমগ্র বাংলাদেশের (বিভিন্ন স্কেলে) ভৌগলিক, রাজনৈতিক, যোগাযোগ, পর্যটন ও গাইড মানচিত্র তৈরী করা।
    • বাংলাদেশের সকল জেলার ভৌগলিক, রাজনৈতিক যোগাযোগ, পর্যটন ও গাইড মানচিত্র তৈরী করা।
    • বিভিন্ন স্কেলে শহর ইড মানচিত্র ও শহর মানচিত্র তৈরী করা।

 

  • বড় স্কেল কন্টুর (Contour) মানচিত্র (উন্নয়ন মানচিত্র):
    বিভিন্ন সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার চাহিদা অনুসারে জাতীয় উন্নয়ন প্রকল্পের যেমন: বন্যা নিয়মত্রণ, সেচ, পানি উন্নয়ন, নগর/শহর পরিকল্পনা, যোগাযোগ, বন উন্নয়ন, পরিবেশ উন্নয়ন ইত্যাদি পরিকল্পনা ও বাস্তবায়নের প্রয়োজনে মানচিত্র তৈরী করা।

 

  • বিশেষ ধরণের মানচিত্র:
    বিভিন্ন সরকারী, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত ও বেসরকারী সংস্থার অনুরোধে বিশেষ ধরণের মানচিত্র যেমন: জিওডেটিক, থিমেটিক ইত্যাদি মানচিত্র তৈরী করা

 

  • দেশের প্রয়োজনে বড় স্কেলের বেস (base) মানচিত্র প্রণয়ন।

 

গ। ডিজিটাল ম্যাপিং:

জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (Geogaphical Information System, GIS) এর ভিত্তি হিসেবে সমগ্র বাংলাদেশের জন্য ডিজিটাল টপোগ্রাফিক্যাল ডাটা বেজ (Topographical data base) বা ডিজিটাল টপোগ্রাফিক্যাল ডাটা ব্যাংক (Topographical data bank) তৈরী, রক্ষণাবেক্ষণ ও হালনাগাদ করা।

 

ঘ। প্রশিক্ষণ:

নব নিযুক্ত বিভাগীয় কর্মকর্তা/ কর্মচারীসহ বহি:বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীদের টপোগ্রাফিক্যাল মানচিত্র তৈরীর প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা এবং হালনাগাদ প্রযুক্তির সংগে পরিচিত হওয়ার জন্য বিভাগীয় ও বহি:বিভাগীয় কর্মকর্তা/কর্মচারীদের জন্য রিফ্রেসার (Refresher course) কোর্স পরিচালনা করা।

 

ঙ।আকাশ আলোকচিত্র:

বাংলাদেশের সমস্ত আকাশ আলোকচিত্র পরিস্ফুটন, উন্নয়ন, মুদ্রণসহ আকাশ আলোকচিত্রের নেগেটিভ সমুহ রক্ষণাবেক্ষণ ও নিয়মত্রণ করা।

 

চ। ন্যাশনাল স্প্যাসিয়াল ডাটাবেজ ইনফ্রাস্ট্রাকচার (National Spatial Database Infrastructure):

ন্যাশনাল স্প্যাসিয়াল ডাটাবেজ ইনফ্রাস্ট্রাকচার প্রস্ত্ততকরণের মৌলিক উপাত্ত সরবরাহসহ প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করা।

 

ছ। নিবন্ধন  অনুমোদন:

বাংলাদেশ জরিপ অধিদপ্তর একটি National Mapping Organization বিধায় বাংলাদেশের অন্যান্য মানচিত্র প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান সমূহকে  নীতিমালা অনুযায়ী নিবন্ধন প্রদানের ব্যবস্থা করা সহ মানচিত্র তৈরীর প্রয়োজনীয় সহযোগিতা, পরামর্শ ও নির্দেশনা প্রদান করা।