১। ট্রিগোনোমেট্রিক্যাল এবং জিওডেটিক্যাল কন্ট্রোল সার্ভেঃ
২। টপোগ্রাফিক্যাল সার্ভেঃ মাঠ জরিপ এবং বিভিন্ন ধরনের ম্যাপ প্রস্ত্তত করাঃ
৩। ২৭টি শীটের মাধ্যমে সমগ্র বাংলাদেশের জন্য ১:২৫০,০০০ সিরিজের ম্যাপ প্রস্ত্তত করাঃ
৪। ১/এম এবং ১:৫০০,০০০ সিরিজঃ
৫। বহিঃ সীমামত ম্যাপ (ট্রান্সফন্টিয়ার ম্যাপিং):বাংলাদেশের বহিঃসীমান্ত এলাকার ৩,০০,০০০ বর্গ মাইল এলাকার ১:৫০,০০০ ও ১: ২,৫০,০০০,স্কেলের এর বহিঃসীমান্ত ম্যাপ প্রকাশ রক্ষণাবেক্ষণ এবং টপোগ্রাফিক্যাল ম্যাপ করা।
৬। ক্যানটনমেন্ট সার্ভেঃ সেনানিবাসের অরিজিন্যাল সার্ভে ম্যাপ অংকন ও মুদ্রণ।
৭। বাউন্ডারী ডিমার্ককেশনঃ বিভিন্ন পার্বত্য এলাকায় আন্তর্জাতিক সীমানা চিহ্নিত করন সার্ভে অব বাংলাদেশের দায়িত্ব।
৮। জিওগ্রাফিক্যাল /পলিটিক্যাল ম্যাপঃ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ১: ৫০,০০০ স্কেলের পলিটিক্যাল ম্যাপ এবং ১: ২,৫০,০০০ স্কেলের জেলা ম্যাপ প্রস্ত্তত করন।
৯। লার্জ স্কেল কন্টূর সার্ভেঃ বিভিন্ন সরকারী বেসরকারী ও স্বায়ত্ত্বশাসিত সংস্থার চাহিদা অনুসারে বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেমন বন্যা নিয়ন্ত্রণ, পানি উন্নয়ন, বিদ্যুত উন্নয়ন ইরিগেশন (সেচ), নগর পরিকল্পনা, যোগাযোগ বিমানবন্দর,টেলিকমিউনিকেশন ইত্যাদির ম্যাপ প্রস্ত্তত করন।
১০। স্পেশাল ম্যাপঃ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান যেমন জিওলজিক্যাল সার্ভে, সয়েল সার্ভে ইত্যাদি চাহিদা মোতাবেক ভিন্ন ধারণের ম্যাপ প্রস্ত্তত, মুদ্রণ ও সরবার করা।
১১। অপারেশনাল এ্যাসিসট্যান্ডঃ জরুরি অবস্থায় বিশেষ করে যুদ্ধের সময় সার্ভে অব বাংলাদেশের কর্মকর্তাদের সেনাবাহিনীর সাথে সংযুক্ত করে কোন স্থানের ল্যাটিচিউড ও লংগিচিউড নির্নয় সহায়তা প্রদান করা।
১২। এরিয়্যাল ফটোগ্রাফিঃ সমগ্র বাংলাদেশের আকাশ আলোকচিত্র সমূহ পরিষ্ফুটন, উন্নয়ন, মুদ্রণ, সরবারহ এবং নিয়ন্ত্রণ করা। সকল এয়ার ফটোগ্রাফির নেগেটিভ সমূহের সংরক্ষণ ক্ষমতা সার্ভেয়ার জেনারেল এর।