‘তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না’ মুক্তিযুদ্ধের পটভূমি১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল৷ |
বাংলাদেশিদের স্বাধীকার আন্দোলন, এমনকি জাতীয় নির্বাচনের ফলাফলের আইনসঙ্গত অধিকারকেও রক্তের বন্যায় ডুবিয়ে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী শুরু করেছিল সারাদেশে গণহত্যা৷ সেইরাতে হানাদাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, ইকবাল হল, রোকেয়া হল, শিক্ষকদের বাসা, পিলখানার ইপিআর সদরদপ্তর, রাজারবাগ পুলিশ লাইনে একযোগে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে হত্যা করে অগণিত নিরস্ত্র দেশপ্রেমিক ও দেশের শ্রেষ্ঠ সন্তানদের৷ পাকহানাদার বাহিনী বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক গণকবর খুঁড়ে সেখানে শত শত লাশ মাটি চাপা দিয়ে তার ওপর বুলডোজার চালায়৷ নগরীর বিভিন্ন স্থানে সারারাত ধরে হাজার হাজার লাশ মাটি চাপা দেয়া হয়৷ পুরানো ঢাকার বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়া হয় নিহতদের লাশ৷ বঙ্গবন্ধু ঘোষিত বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা হ্যান্ডবিল আকারে ইংরেজি ও বাংলায় ছাপিয়ে চট্টগ্রামে বিলি করা হয়৷ আওয়ামী লীগের শ্রম সম্পাদক জহুর আহমেদ চৌধুরী বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামের ইপিআর সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন স্থানে ওয়্যারলেস মারফত পাঠানোর ব্যবস্থা করেন৷ চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান দুপুর ২টা ১০ মিনিটে এবং ২টা ৩০ মিনিটে চট্টগ্রাম বেতার থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন ৷ |
|
|
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ জরিপ অধিদপ্তরের অর্জনবাংলাদেশ জরিপ অধিদপ্তর দেশের জাতীয় মানচিত্র প্রণয়নকারী প্রতিষ্ঠান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ জরিপ অধিদপ্তরের স্বাধীন যাত্রা শুরু হয়। ....... সম্পূর্ণ ডাউনলোড লিংক |
//sob.portal.gov.bd/uploader/server/../../sites/default/files/files/sob.portal.gov.bd/page/6b906a4f_c90d_4bb1_868b_8bd55d0c1a93/2024-10-27-08-47-dd4696bb4f1ccce84f0b2ea1e24152fd.pdf |
এটলাস বাংলাদেশ
সার্ভে অব বাংলাদেশ বিভিন্ন স্কেলের বর্ণালী মানচিত্র প্রণয়নের একমাত্র সরকারি দেশজ প্রতিষ্ঠান। বৃটিশ ইন্ডিয়ান প্রশাসনে সার্ভে অব ইন্ডিয়া পরবর্তীতে সার্ভে অব পাকিস্তান এবং পরিশেষে সার্ভে অব বাংলাদেশ মানচিত্র প্রণয়নের ক্ষেত্রে দেশ ও জাতির কল্যাণে নিরলস সেবা প্রদান করে আসছে। |
|
স্বাধীনতা যুদ্ধকালীন, যুদ্ধপূর্ব এবং যুদ্ধোত্তর বাংলাদেশে একদল সুদক্ষ কর্মীবাহিনী তাঁদের অভিজ্ঞতা এবং ত্রুটিহীন নিপুণতায় শ্রমলব্ধ দক্ষতায় তথ্য-উপাত্ত সমৃদ্ধ সামরিক মানচিত্র প্রণয়ন করে আসছেন।
তথ্য সরবরাহের এই স্বর্ণালী যুগে গুরুত্বপূর্ণ মানচিত্র প্রস্তুত করার পাশাপাশি শ্রেণীবিভাজিত তথ্য সন্নিবেশিত করবার অভিপ্রায়ে সার্ভে অব বাংলাদেশ স্বাধীনতার পঞ্চাশ বৎসর পূর্তি উপলক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে যে এটলাসটি তৈরী করেছে তা সত্যিকার অর্থে পুঞ্জিভূত সংকলনের এক অনন্য সোনালী ভান্ডার । এই এটলাসটি অধিদপ্তরের সুদক্ষ কর্মকর্তা ও কর্মচারীগণের মনন ও মনিষার এক অনির্বাণ আলোক বর্তীকা।
আজকের এই মহেন্দ্রক্ষণের আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি আমাদেরকে জীবন উৎসর্গ ও আত্মত্যাগের উদ্ভদ্ধ উদ্বুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের রক্ত সিন্ধুর বিনীময়ে একটি শোষন ও বঞ্চনামুক্ত জাতি রাষ্ট্র ও এর রূপকল্প উপহার দিয়েছেন।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই হর্ষ বিষাদ মহেন্দ্রক্ষণে সার্ভে অব বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি। পরিশেষে জাতির পিতা ও তার পরিবারের মরহুম সদস্যবর্গের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
বাংলাদেশ অস্তিত্বে অটুটহোক। আমিন। ... এটলাস ডাউনলোড লিংক |